বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন। ঢাকা, ৯ সেপ্টেম্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন। ঢাকা, ৯ সেপ্টেম্বর

সংস্কারের বিষয়গুলো নতুন কিছু নয়, এক বছর আগে আমরা দিয়েছি: আমীর খসরু

বর্তমানে আলোচিত ‘রাষ্ট্র সংস্কারের’ বিষয়গুলো নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গত বছরের জুলাইয়ে বিএনপিসহ সব বিরোধী দল মিলে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছিল। রাষ্ট্রের যত ধরনের সংস্কার প্রয়োজন, বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে ওই দফাগুলো প্রণয়ন করা হয়।

বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল গণ অধিকার পরিষদ, বাম গণতান্ত্রিক ঐক্য ও এনডিএমের সঙ্গে বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী এক ব্রিফিংয়ে এ কথা বলেন। আজ সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক হয়।

রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা বিএনপির একার নয় বলে মন্তব্য করেন আমীর খসরু। তিনি বলেন, ‘যুগপৎ আন্দোলনে যারা আছে, বিরোধী দলে যারা আছে, আমরা সবাই মিলে ৩১ দফা প্রণয়ন করেছি। ইনশা আল্লাহ, এটা আমরা আগামী দিনে বাস্তবায়ন করব।’

আন্দোলনকারী দলগুলোর সমন্বয়ে ‘জাতীয় সরকার’ এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে জানান আমীর খসরু মাহমুদ। তিনি বলেন, ‘যেভাবে এটা (৩১ দফা) প্রস্তুতির সময়ে আমরা কাজ করেছি, আন্দোলনে কাজ করেছি, আগামী দিনে দেশে যখন নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে, সেখানে আমাদের এ বিষয়টা থাকবে। নির্বাচন–পরবর্তীকালে তারেক রহমান সাহেব যে জাতীয় সরকারের ঘোষণা করেছেন, সে সরকারে ৩১ দফা বাস্তবায়নে আমরা সম্মিলিতভাবে কাজ করব। জাতীয় সরকার সেটা বাস্তবায়ন করবে আগামী দিনে।’

যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিএনপির লিয়াজোঁ কমিটির এই নেতা বলেন, ‘দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর এই চ্যাপ্টারের (অধ্যায়ের) জন্য আমরা কী করতে যাচ্ছি, আমরা সবাই মিলে আলাপ-আলোচনা করেছি। এ আলাপ–আলোচনার মধ্যে বর্তমান প্রেক্ষাপট এবং শেখ হাসিনার পলায়নের পর থেকে বাংলাদেশের মানুষের মনোজগতে যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে, সেটা পূরণে করণীয় কী, সেটা আমরা নিয়ে আলোচনা করেছি।’

আওয়ামী লীগের হাতে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মৌলিক সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন আমীর খসরু। তিনি বলেন, ‘এই সরকারের ওপর সবার আস্থা আছে। দেশকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য মৌলিক যে সংস্কার, তার জন্য আমরা সরকারকে সহযোগিতা করছি, করব। যত তাড়াতাড়ি সম্ভব মৌলিক সংস্কারগুলো সাধন করে নির্বাচনে প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে পারব বলে আমরা বিশ্বাস করি।’

কর্নেল অব. মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ, হারুন আল রশিদের নেতৃত্বে বাম গণতান্ত্রিক ঐক্য, ববি হাজ্জাজের নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) নেতারা বৈঠকে অংশগ্রহণ করেন। এ সময় আমীর খসরুর সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ উপস্থিত ছিলেন।