আগামী ১ আগস্ট রাজধানীতে সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী বাংলাদেশ। জাতীয় বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছে তারা। আজ মঙ্গলবার বিকেলে দলটির পক্ষে কয়েক নেতা ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের দপ্তরে এসে আবেদন জমা দেন।
বিষয়টি নিশ্চিত করছেন ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী ও অতিরিক্ত উপকমিশনার সৈয়দ মামুন মোস্তফা। তিনি প্রথম আলোকে বলেন, জামায়াতে ইসলামীর আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে গত ১০ জুন প্রায় ১০ বছর পর অনুমতি নিয়ে ঢাকায় সমাবেশ করে জামায়াতে ইসলামী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দলের আমির শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা ও আলেমদের মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ সমাবেশ করছিল। পুলিশের অনুমতি নিয়ে ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি তারা সর্বশেষ বিক্ষোভ মিছিল করেছিল ঢাকার মতিঝিলে।
এদিকে ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে আবেদন করেছে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের অনুমতি চেয়ে গতকাল সোমবার আবেদন করেছে দলটি।
আজ বিকেলে এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, বিএনপির মহাসমাবেশের বিষয়ে ডিএমপি কমিশনার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেননি।