উপনির্বাচন

নেত্রকোনা–৪ আসনে নৌকার প্রার্থী সাবেক সচিব সাজ্জাদুল হাসান

সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান
ছবি : সংগৃহীত

নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান। গতকাল শুক্রবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উপনির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের লক্ষ্যে গতকাল সন্ধ্যার পর গণভবনে সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবনের গেটে অপেক্ষমাণ সাংবাদিকদের সিদ্ধান্ত জানান ওবায়দুল কাদের।

রাজনীতিকদের বাইরে একজন সাবেক আমলাকে কেন মনোনয়ন দেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ গণমানুষের দল। এখানে যে কেউ মনোনয়ন পেতে পারেন। কে ব্যবসায়ী, কে আমলা সেটি বিবেচ্য নয়, আমাদের দল করেন কি না, তাঁর জনপ্রিয়তা আছে কি না, সেটিই বিষয়।’
সংসদ সদস্য রেবেকা মমিন ১১ জুলাই মারা গেলে নেত্রকোনা-৪ আসনটি শূন্য হয়। আগামী ২ সেপ্টেম্বর ভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সাজ্জাদুল হাসানসহ ৯ জন দলীয় ফরম কিনেছিলেন। সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (পিএস) ছিলেন। পরে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব হয়েছিলেন। তাঁর ভাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

সাজ্জাদুল হাসান ছাড়া আরও যাঁরা আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছিলেন, তাঁরা হলেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ ইকবাল, মদন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য মমতাজ হুসেন চৌধুরী, গোলাম বাকী চৌধুরী, এম মঞ্জুরুল হক, রোমান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য আলী আতহার খান ও নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা শফী আহমেদ।