বাটন টিপলে যে মার্কা আসে, সেটা চান না, বললেন সিলেটের এক ভোটার

সাংবাদিকদের কাছে ভোট না দিতে পারার অভিযোগ করেন আফতাব উদ্দিন নামের এই ভোটার। সকাল সাড়ে ৯টা, ২১ জুন, আনন্দনিকেতন স্কুল ভোটকেন্দ্র, সুবিদবাজার, সিলেট
ছবি: আনিস মাহমুদ

কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারার অভিযোগ করলেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আনন্দনিকেতন কেন্দ্রের (৫১ নম্বর) ভোটার আফতাব উদ্দিন। তাঁর অভিযোগ, ‘মেশিন (ইভিএম) নষ্ট।’

আফতাব উদ্দিন সকাল ৯টায় কেন্দ্রে এসে ১ নম্বর পুরুষ কক্ষে ভোট দিতে যান। ফিরে এসে কক্ষের বাইরে উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কয়েকবারের চেষ্টায়ও ভোট দিতে পারেননি।

আফতাব উদ্দিন বলেন, ‘মেশিনে মেয়র পদে সাদা বাটনে চাপ দেওয়ার পর যে মার্কাটা চাই, সেটা আসেনি। এরপর কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর পদেও একটা মার্কা চলে আসে, যেটা আমি চাই না। ভোট দিতে পারলাম না।’

এই প্রথম ইভিএমে ভোট দিতে এসেছিলেন উল্লেখ করে ৭২ বছর বয়সী আফতাব উদ্দিন জানান, তিনি একটি বিদেশি এয়ারলাইনসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তাঁর বাড়ি ৯ নম্বর ওয়ার্ডের লাভলী রোডে।

তবে বাটন টেপার পর কোন মার্কা এসেছিল, তা তিনি বলেননি। আফতাব উদ্দিনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আনন্দনিকেতন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রিয়াজুল ইসলাম প্রথম আলোসহ উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এ পর্যন্ত এমন অভিযোগ শুনিনি। আমার মনে হয়েছে, এটা গায়েবি অভিযোগ।’

আনন্দনিকেতন কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫৩৬ জন। দুই ঘণ্টায় (সকাল ৮টা থেকে ১০টা) এই কেন্দ্রের নারী-পুরুষ মিলে ১০টি বুথে ১৪২টি ভোট পড়েছে।