আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারের কর্মসূচিতে থাকছে ‘ভোট উৎসব, আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা, স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য’ রাজধানীতে শোভাযাত্রা। শোভাযাত্রার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘অপরাজেয় বাংলার’ পাদদেশে হবে প্রতিষ্ঠার্ষিকীর সমাবেশ।
প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন ডাকে ছাত্রলীগ। সেখানে সংগঠনটির শীর্ষ নেতারা জানান, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের আলোকে ছাত্রলীগের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি তুলে ধরেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সকাল ছয়টায় ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে সাতটায় ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। পৌনে আটটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিনিধিদল। সকাল আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হবে। পরে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ হবে। এরপর ‘ভোট উৎসব, আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা, স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য’ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে ছাত্রলীগ।
আওয়ামী লীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক শেখ হাসিনার উপস্থিতিতে সুবিধাজনক সময়ে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী আয়োজন করা হবে বলেও জানান সাদ্দাম হোসেন৷
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যে ঐতিহাসিক ইশতেহার দিয়েছে, সেটিকে দেশের তরুণ প্রজন্ম সাদরে গ্রহণ করেছে। সেই ইশতেহারকে হৃদয়ে ধারণ করে আমাদের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’৷
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সজল কুণ্ডুসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।