বিএনপির কার্যালয়ের পাশে পুলিশ, ফটকে ঝুলছে তালা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে পুলিশের অবস্থান
ছবি: শুভ্র কান্তি দাশ

সপ্তম দফা অবরোধ কর্মসূচির শেষ দিন আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে পুলিশের অবস্থান দেখা গেছে। দলটির কোনো নেতা-কর্মী কার্যালয়ে যাননি।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে দেখা যায়, বিএনপি কার্যালয়ের পাশে সতর্ক অবস্থানে আছে পুলিশ। দলটির কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে।

গতকাল রোববার সকাল ৬টা থেকে দেশব্যাপী আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু করেছে বিএনপি। আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে এই কর্মসূচি।

হামলা ও সংঘর্ষের মধ্যে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছিল বিএনপি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

২৮ অক্টোবর থেকে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান দেখা গেছে। এরপর ৩১ অক্টোবর থেকে মাঝেমধ্যে বিরতি দিয়ে ষষ্ঠ দফা সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। এ ছাড়া ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে দলটি।

এবার দলটি ডেকেছে সপ্তম দফার অবরোধ। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরও কয়েকটি রাজনৈতিক দলও একই ধরনের কর্মসূচি পালন করে আসছে।

১৪ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান পুলিশ বিএনপির কার্যালয়ে তালা দেয়নি বলে জানান। বিএনপি কার্যালয়ে তারা নিজেরা তালা মেরে রেখেছে বলেন তিনি।