২৮ অক্টোবর নিয়ে সরকার পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে: গণতন্ত্র মঞ্চ

২৮ অক্টোবর বিরোধী দলগুলোর সমাবেশ-মহাসমাবেশ নিয়ে সরকার ও ক্ষমতাসীন দল পরিকল্পিতভাবে উসকানি ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ গণতন্ত্র মঞ্চের। তারা বলেছে, ক্ষমতাসীনেরা নিজেদের ভয়কে উত্তেজিত বক্তৃতা–বিবৃতির মাধ্যমে কাটানোর উদ্যোগ নিয়েছে। কিন্তু কোনো উত্তেজিত বক্তৃতা আর হুমকি দিয়ে সরকারের বিরুদ্ধে গণজাগরণের গণস্রোতকে এবার আর রোধ করা যাবে না।

আজ বৃহস্পতিবার গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে এসব কথা বলা হয়েছে। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষমতাসীন দলের নেতারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা হারিয়ে লাঠিসোঁটা আর লগি–বইঠা নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়ে চলেছেন। জনগণের কণ্ঠস্বরকে অনুধাবন করে অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিয়ে সংকট উত্তরণে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
সভায় নেতারা বলেন, বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করে এবার সরকার তার ক্ষমতা প্রলম্বিত করতে পারবে না। ২৮ অক্টোবর বেলা তিনটায় মৎস্য ভবনের পাশের রাস্তায় গণতন্ত্র মঞ্চের গণসমাবেশ সফল করার আহ্বান জানান তাঁরা।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে শহীদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, হাবিবুর রহমান, কামাল উদ্দিন পাটোয়ারী, আকবর খান প্রমুখ।