প্রাক্‌-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক

প্রধান দুই দলের মধ্যে সংলাপ চান সাংবাদিকেরা

যুক্তরাষ্ট্রের প্রাক্‌-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকেদর সঙ্গে কথা বলেন ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান। ঢাকা, ১০ অক্টোবর
ছবি:সংগৃহীত

নির্বাচনী ব্যবস্থা নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দুই অবস্থানে রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, তা সমাধান করতে হলে প্রধান দুই দলকে আলোচনায় বসতে সমঝোতায় আসতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান–২ নম্বরে ওয়েস্টিন হোটেলে যুক্তরাষ্ট্রের প্রাক্‌-নির্বাচনী পর্যবেক্ষক দলকে এসব কথা বলেছেন দেশের জ্যেষ্ঠ সাংবাদিকেরা। বৈঠক শেষে হোটেলের নিচে অবস্থানকারী সাংবাদিকদের এসব কথা জানান জ্যেষ্ঠ সাংবাদিকেরা।

যুক্তরাষ্ট্রের প্রাক্‌-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছেন দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের পক্ষে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।

বৈঠক শেষে ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ভালো নির্বাচন চাইছে। আমরা সবাই ভালো নির্বাচন চাই। কীভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে, সেটা তাঁরা জিজ্ঞেস করেছেন। আমরা বলেছি, দুই দল একসঙ্গে বসতে হবে। একসঙ্গে বসে তারা যদি কোনো অ্যাগ্রিমেন্টে (সমঝোতায়) আসতে পারে, তাহলে সেটা দেশের জন্য ভালো হবে।’

জাফর সোবহান আরও বলেন, ‘সবাই স্বাধীনতা চাইছি, যাতে ভালোভাবে রিপোর্ট করতে পারি।’

প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘তাঁরা নির্বাচনের পরিবেশ, পরিস্থিতি জানতে চেয়েছেন। আমরা বলেছি, নির্বাচন নিয়ে দুই পক্ষের দুই অবস্থান। নির্বাচনী সমস্যা সমাধান করতে হলে দুই পক্ষকেই আলোচনায় বসতে হবে।’