মির্জা ফখরুল বাসায় ফিরেছেন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। গতকাল সোমবার রাতে তিনি বাসায় ফিরেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির খান বলেন, বিএনপির মহাসচিব স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল সোমবার রাতে চিকিৎসকের পরামর্শে উত্তরার বাসায় ফিরেছেন। মির্জা ফখরুল এখন সুস্থ আছেন।

গত রোববার সকালে চিকিৎসকের পরামর্শে মির্জা ফখরুল স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই তিনি হাসপাতালে যান বলে জানা গেছে।

এর আগে এক মাস কারাভোগের পর মির্জা ফখরুল ও মির্জা আব্বাস ৯ জানুয়ারি রাতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। রাজধানীর নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন। সংঘর্ষের পর রাতে বিএনপির কার্যালয়ে অভিযান চালায় পুলিশ।

সেখান থেকে শতাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ। পরদিন গভীর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে ডিবি পুলিশ। পরে তাঁদের পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গত রোববার মির্জা ফখরুলের পাশাপাশি মির্জা আব্বাসও এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন বলে জানান খাইরুল কবির। তিনি বলেন, মির্জা আব্বাস এখনো হাসপাতালে আছেন। তিনি সুস্থ আছেন।