শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে আজ শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
দলের ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার অন্যতম ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল পাঁচটার দিকে খালেদা জিয়াকে বাসায় নেওয়ার সম্ভাবনা আছে।
খালেদা জিয়া ১২ জুন দিবাগত মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পাঁচ দিন পর আজ বাসায় ফিরছেন তিনি।
চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন থেকে গুরুতর অসুস্থ। তিনি লিভার, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। কয়দিন পরপর তাঁকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। তিনি চিকিৎসাধীন। বাসায় গেলেও তাঁর চিকিৎসা চলবে।
এর আগে গত ২৯ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পাঁচ দিন হাসপাতালে রেখে তাঁর স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করানো হয়। পরে বাসভবনে ফেরেন তিনি। গত বছরের জুন মাসে খালেদা জিয়ার অ্যানজিওগ্রাম করা হলে তাঁর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাঁকে নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার। এর পর থেকে তাঁর দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।