আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ জামায়াতের

বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী
ছবি: সংগৃহীত

দলের আমির শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবেদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে আজ মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মৌচাক মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ রেলগেটে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে হেলাল উদ্দিন, মু. দেলওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মোকাররম হোসাইন, মু. শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আবদুস সালাম, মোবারক হোসাইন, শেখ শরিফ উদ্দিন আহমেদসহ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানা আমির ও সেক্রেটারিরা।

এর আগে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে তাঁকে ঢাকার বাসা থেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ জামায়াতে ইসলামীর।
জামায়াতে ইসলামীর এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ডিবির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জামায়াতে ইসলামী বলছে, শফিকুর রহমানকে নিয়ে যাওয়ার সময় ডিবি পরিচয় দেওয়া লোকজন বাসা তছনছ করেন। বাসার সবার মুঠোফোন কেড়ে নেওয়া হয়।
১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকার বিভাগীয় গণসমাবেশে ১০ দফা দাবি দেয় বিএনপি। একই দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, যুগপৎ আন্দোলনের ঘোষণা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে প্রচণ্ড অস্থির করে তুলেছে। এ জন্যই তারা জামায়াতের আমিরকে তুলে নিয়ে গেছে। এটা চরম অন্যায়, রাজনৈতিক দেউলিয়া ও বাড়াবাড়ি। অপমানজনক পরাজয়ের মধ্য দিয়ে সরকারকে চূড়ান্ত জবাব দেবে জনগণ।