নির্বাচন ভবন
নির্বাচন ভবন

বাহাউদ্দিনকে ১ লাখ, শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া বরগুনা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথকে (শম্ভু) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁরা দুজনই বর্তমান সংসদ সদস্য।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ওই দুই প্রার্থীকে আজ বুধবার তলব করেছিল নির্বাচন কমিশন। ওই দুই প্রার্থীর বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন তাঁদের অর্থদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আলাদাভাবে ওই দুই প্রার্থীর বক্তব্য শোনেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর ও মো. আনিছুর রহমান।

শুনানি শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, বাহাউদ্দিনকে ১ লাখ টাকা এবং ধীরেন্দ্র দেবনাথকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিন দিনের মধ্যে তাঁদের জরিমানা টাকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তি, প্রার্থী বা রাজনৈতিক দলকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে। কমিশন সংশ্লিষ্ট ব্যক্তি বা দলকে ২০ হাজার থেকে ১ লাখ টাকা জরিমানা করতে পারে বা প্রার্থিতা বাতিল করতে পারে।

অন্যদিকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা এবং রাজনৈতিক দল কোনো বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করার বিধান আছে। প্রার্থিতা বাতিল করারও ক্ষমতা আছে ইসির।