ছাত্র-জনতার বিজয়কে ওয়ার্কার্স পার্টির অভিনন্দন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানের বিজয়কে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে কর্তৃত্ববাদী শাসন অবসানের মধ্য দিয়ে সব ধরনের বৈষম্যের নিরসন হয়েছে। পাশাপাশি স্বাধীনতার ঘোষণার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ আরেকবার উন্মোচিত হলো।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ার্কার্স পার্টি আশা ব্যক্ত করে বলেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুক্তিযুদ্ধের ধারায় অসাম্প্রদায়িক, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের ইতিহাসনির্ধারিত ভূমিকা রাখবে।

ওয়ার্কার্স পার্টির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অতীতেও দক্ষিণপন্থা ও সাম্রাজ্যবাদের অনুগামী শক্তি একই ধরনের কর্তৃত্ববাদী শাসন জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধ্বংস করেছিল। এবারও ছাত্র–জনতার অভ্যুত্থানের বিজয়ের সুযোগে সেই একই শক্তি সারা দেশে ওয়ার্কার্স পার্টিসহ রাজনৈতিক দলের অফিস, বাসা, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুট, সরকারি স্থাপনা ধ্বংস করছে। থানা লুট ও পুলিশ সদস্যদের হত্যা করেছে। বিশেষ করে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী ও আহমেদিয়াদের বাড়িঘর, উপাসনালয়ে আক্রমণ করছে।