ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মোট ১২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাঁদের মধ্যে জাকের পার্টির ১০ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের একজন এবং ইসলামী ঐক্যজোটের এক প্রার্থী রয়েছেন।
আজ রোববার সকাল থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত এই ১২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করলেন।
জাকের পার্টির দলীয় সূত্র বলেছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে সারা দেশে দুই শতাধিক আসন থেকে তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে।
যাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, তাঁরা হলেন জাকের পার্টির ঢাকা-১১ আসনের মাসুদ রানা, ঢাকা-১৬ আসনের আমিনুল ইসলাম, ঢাকা-১৫ আসনের মাইনুল ইসলাম, ঢাকা-৭ আসনের বিপ্লব চন্দ্র বণিক, ঢাকা-৮ আসনের মো. নজরুল ইসলাম লিটন, ঢাকা-৯ আসনের মফিজুল্লাহ, ঢাকা-১২ আসনের হুমায়ুন কবির, ঢাকা-১০ আসনের মো. হুমায়ুন কবীর, ঢাকা-৪ আসনের রবিউল ইসলাম ঢাকা-১৪ আসনের জাকির হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ঢাকা-১৭ আসনের নাজমুন নাহার এবং ইসলামী ঐক্যজোটের ঢাকা-৯ আসনের লোকমান শেখ।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এবার ৩০০ সংসদীয় আসনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়েছিল। রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল হয়। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে করা আপিল নিষ্পত্তি গত শুক্রবার শেষ হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে আজ পর্যন্ত।