আ. লীগের সম্মেলনে যাচ্ছেন না বিএনপির তিন নেতা

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যাচ্ছেন না বিএনপির আমন্ত্রিত তিন নেতা। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ বলেছেন, আমন্ত্রিত নেতারা বিএনপির পূর্বনির্ধারিত গণমিছিল কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বাইরে চলে গেছেন।

বিএনপির কোনো নেতা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যাবে কি না-এমন প্রশ্নে গতকাল শুক্রবার রাতে তিনি এ কথা বলেছেন। বিএনপি নেতা এমরান সালেহ বলেন, ‘এ মুহূর্তে সম্মেলনে যাওয়ার চেয়ে গণমানুষের মুক্তির লক্ষ্যে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে গণমিছিলে যাওয়াই যুক্তিসংগত।’

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন।

গতকাল দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগের প্রতিনিধিদল সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও আবদুল মঈন খানকে আমন্ত্রণ জানান।  প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান।বিএনপি নেতা এমরান সালেহর কাছে  আমন্ত্রণপত্র দেওয়া হয়।

সায়েম খান গতকাল বলেন, বৈশ্বিক সংকটের কারণে এবার আওয়ামী লীগের সবকিছু সাদামাটা। তাই  স্বল্প সময়ে, অল্প অর্থ ব্যয়ে সম্মেলন সমাপ্ত করার চেষ্টা করছেন তাঁরা। স্বল্প পরিসরে তাঁরা আমন্ত্রণপত্র বিলি করছেন। যাঁরা কারাগারে আছেন, সেটা আইনের বিষয়। তাই বাইরে থাকা নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেন তিনি।

পরে বিএনপি নেতাদের সম্মেলনে না যাওয়ার বিষয়টি জানান এমরান সালেহ।