১৮ আগস্ট শাহবাগে গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক ছাত্র জোট মশাল মিছিল করে
ছবি: প্রথম আলো

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর হামলা-মামলা-নির্যাতন বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট। মিছিল থেকে আওয়ামী লীগ সরকারের ‘ফ্যাসিবাদের’ বিরুদ্ধে ১৮ আগস্ট রাজধানীর শাহবাগে সমাবেশ করার ঘোষণাও দিয়েছে তারা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্র জোটের এই মশাল মিছিল হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চানখাঁরপুল মোড় ঘুরে বকশীবাজার মোড় হয়ে টিএসসিতে ফিরে আসে। মিছিলে সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে জোটভুক্ত সংগঠন ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সভাপতি রাগীব নাঈম বলেন, ‘১৪ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে আমাদের নাভিশ্বাস উঠছে। শিক্ষাকে পণ্যে রূপান্তরিত করা হচ্ছে। নানান স্তরে আজকে বৈষম্য। এর পেছনে আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রই দায়ী। আমাদের ভোটের অধিকার ছলে বলে কৌশলে কেড়ে নেওয়া হয়েছে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দিকে দিকে যখন আন্দোলন দানা বাঁধছে, তখন এই সরকার বিভিন্নভাবে মানুষকে দমন করার চেষ্টা করছে। রাষ্ট্রীয় বাহিনী দিয়ে হামলা করছে, হয়রানিমূলক মামলা দিচ্ছে। নানাভাবে নিষ্পেষণ কায়েম করার চেষ্টা করছে। এই সরকারের বিরুদ্ধে আমাদের মিছিল আরও দীর্ঘ হবে। সবাইকে আমরা আওয়ামী দুঃশাসনবিরোধী এই মিছিলে শামিল হওয়ার আহ্বান জানাই।’

চলমান ‘দুঃশাসনের’ প্রতিবাদ করতে না পারলে সামনে দুর্দিন অপেক্ষা করছে বলে মনে করেন রাগীব নাঈম। এ সময় নতুন কর্মসূচিও ঘোষণা করেন তিনি। বলেন, ‘১৮ আগস্ট শাহবাগ মোড়ে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ থেকে আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের আরও তীব্র হুংকার জানাতে চাই। এই সমাবেশের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দৃপ্ত স্লোগান তুলতে চাই।’

সমাবেশে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা দিলীপ রায়, রাফিকুজ্জামান ফরিদ, মিতু সরকার প্রমুখ অংশ নেন।