‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে নির্বাচন করবেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর তৃণমূলের মহাসচিব তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নির্বাচন করবেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা মুন্সিগঞ্জ-১ আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন। এই আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন আহমেদ। এই আসনের বর্তমান সংসদ সদস্য বিকল্পধারা বাংলাদেশের মাহি বি চৌধুরী। গত জাতীয় সংসদ নির্বাচনে বিকল্পধারার সঙ্গে এই আসন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হয়েছিল।
কোন আসনে নির্বাচন করবেন, তা নিয়ে তৈমুর আলম খন্দকারের একটি কথোপকথন ভাইরাল (সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া) হয়েছে।
তৃণমূলের উচ্চপর্যায়ের একাধিক সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে প্রার্থী হওয়া নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের উচ্চ মহলে দেনদরবার চলছে তৈমুর আলমের। সরকারের একটি পক্ষ তৈমুরকে এই আসনে নির্বাচন না করতে বলেছে।
কোন আসনে নির্বাচন করবেন, তা নিয়ে তৈমুর আলম খন্দকারের একটি কথোপকথন ভাইরাল (সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া) হয়েছে। তাতে ফোনের ওপাশ থেকে তাঁকে ‘নারায়ণগঞ্জ-৫’ আসন থেকে মনোনয়নপত্র তুলতে বলা হয়। জবাবে তৈমুর আলম বলেন, ‘৫-এ কিনব না। প্রধানমন্ত্রীর সামনে যা বলার বলেছি। কথার পরিবর্তন করব না। উনারা গাজীর (গোলাম দস্তগীর) কাছ থেকে বায়াসড (প্রভাবিত) হয়েছে। আমাদের দিয়ে যা খুশি করাবেন, তা হবে না।’
নারায়ণগঞ্জ–৫ আসনে আওয়ামী লীগ এখনো প্রার্থী ঘোষণা করেনি। এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির সেলিম ওসমান।
সরকারের উচ্চ মহলের পৃষ্ঠপোষকতায় তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) গঠিত হয়েছে, এমন আলোচনা রাজনীতিতে আছে। এই দুটি দলের মাধ্যমে বিএনপিতে ভাঙন ধরানোর চেষ্টা চলছে। এমন অভিযোগও করে আসছেন বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের নেতারা।
এদিকে ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে তৈমুর আলম খন্দকার গতকাল বুধবার সাংবাদিকদের বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষজন আমাকে চায়। তারা নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচন করার দাবি করতেই পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে কোন কথার প্রসঙ্গে এটি বলেছি, তা–ও একটা বিষয়। সিট ভাগাভাগি হলে তো নৌকা চাইতাম।’ তবে কথোপকথনটি কার সঙ্গে হয়েছে, তা বলতে চাননি তৈমুর আলম।
রাজধানীর পল্টনে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার গতকাল দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। তবে প্রার্থী ঘোষণার সময় দলের চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী ও নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা ছিলেন না। ৩০০ আসনের মধ্যে ২৩০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। বাকি আসনগুলোতে প্রার্থীর নাম পরে ঘোষণা করার কথা জানিয়েছে তারা। ঘোষিত প্রার্থীদের মধ্যে পাঁচজন সাবেক সংসদ সদস্য রয়েছেন।
৫-এ কিনব না। প্রধানমন্ত্রীর সামনে যা বলার বলেছি। কথার পরিবর্তন করব না। উনারা গাজীর (গোলাম দস্তগীর) কাছ থেকে বায়াসড (প্রভাবিত) হয়েছে। আমাদের দিয়ে যা খুশি করাবেন, তা হবে না।তৈমুর আলম
তৃণমূল বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় থাকা সাবেক সংসদ সদস্যরা হলেন মৌলভীবাজার-২ আসনে এম এম শাহীন, লক্ষ্মীপুর-১ আসনে এম এ আউয়াল, সাতক্ষীরা-৪ আসনে এইচ এম গোলাম রেজা, ঝিনাইদহ-২ আসনে নুরুদ্দিন আহমেদ ও মেহেরপুর-২ আসনে আবদুল গণি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আত্মপ্রকাশ করা ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ দলের প্রার্থীরা তৃণমূল বিএনপি থেকে নির্বাচন করবেন। এর মধ্যে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের চেয়ারম্যান নাজিম উদ্দিন চট্টগ্রাম-৫ আসনে এবং সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ফেনী-৩ আসনে নির্বাচন করবেন।
তৃণমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে ‘প্রগতিশীল ইসলামী জোট’ নামের একটি রাজনৈতিক মোর্চাও। ১৫-দলীয় এই জোটের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল লক্ষ্মীপুর-১ আসনে এবং সদস্যসচিব নুরুল ইসলাম খান ময়মনসিংহ-২ আসন থেকে নির্বাচন করবেন।
গাজীপুর-১ আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী। ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত সংসদ সদস্য প্রয়াত উকিল আবদুস সাত্তারের ছেলে মাইনুল হাসান তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে।