ব্যবসায়ীরা নয়, ঋণখেলাপি ও হত্যাকারীরাই এ সরকারকে আবার ক্ষমতায় বসাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। তিনি বলেন, যাঁরা অবাধে দেশের, জনগণের টাকা লুটপাট করেছেন, তাঁরা সেই লোপাটের অর্থ রক্ষায় এ অবৈধ সরকারকে সমর্থন দিচ্ছেন।
১৮ ও ১৯ জুলাই ঢাকায় পদযাত্রা কর্মসূচি উপলক্ষে রোববার দুপুরে নয়াপল্টন এলাকায় প্রচারপত্র বিলির সময় আবদুস সালাম সাংবাদিকদের এ কথা বলেন। তিনি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে আশপাশের মার্কেট, যানবাহনের যাত্রী এবং পথচারীদের মধ্যে প্রচারপত্র বিলি করেন।
আবদুস সালাম বলেন, কারসাজি করে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট লুণ্ঠনের অপকর্মের সঙ্গে জড়িতরাই ফ্যাসিবাদের পক্ষ নিয়েছে। যারা এ অবৈধ সরকারকে সমর্থন দেবে, তারা জাতির শত্রু। কোনো দেশপ্রেমিক ভোটচোর ও গণতন্ত্র হত্যাকারীদের সমর্থন করতে পারে না। তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, তা পাগলেও বিশ্বাস করে না। আওয়ামী লীগ কখনো সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসতে পারেনি। এরা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে অবাধ লুটপাটে মেতে ওঠে। এ সরকার যত দ্রুত বিদায় নেবে দেশ ও জাতির ততই মঙ্গল।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, আবদুস সাত্তার, সদস্য এম এ হান্নান, আরিফুর রহমান প্রমুখ।