সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণায় বিএনপির সমাবেশে যোগ দিতে ঢাকার নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা।
সমাবেশ বেলা আড়াইটায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সেখানে দলের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। দুপুর ১২টার মধ্যেই বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণে ভরে গেছে সমাবেশস্থল।
নয়াপল্টন এলাকা ঘুরে দেখা যায়, বিজয়নগর পানি ট্যাংকি এলাকা থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনের দুই পাশের রাস্তা বন্ধ হয়ে গেছে নেতা-কর্মীদের জমায়েতের কারণে।
সমাবেশে অংশ নেওয়া বিএনপির নেতা-কর্মীদের অনেকে জানান, ভোর থেকেই নগরীর বিভিন্ন এলাকা ও বিভিন্ন জেলা থেকে দলের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের জমায়েত বড় হতে শুরু করে।
সমাবেশমুখী বিএনপি নেতা-কর্মীদের খণ্ড খণ্ড মিছিলে ব্যানার-ফেস্টুন, মাথায় লাল-সবুজ ফিতা বাঁধা, আর সরকার পতনের এক দফাতে তাঁদের স্লোগান দিতে দেখা যায়।
বিএনপি নেতা-কর্মীদের অনেকে মধ্যরাতে রওনা দিয়ে সমাবেশে হাজির হয়েছেন। নেত্রকোনা সদর থেকে ভোর চারটায় রওনা হন স্বপন শেখ। তিনি গাজীপুর পর্যন্ত বাসে আসেন। এরপর ট্রেনে কমলাপুর স্টেশনে পৌঁছান। বাস না পেয়ে কমলাপুর থেকে হেঁটে আসেন সমাবেশস্থলে। নেত্রকোনা জেলা বিএনপির সদস্য স্বপন অবশ্য বলেন, জায়গায় জায়গায় পুলিশ দেখেছেন তিনি। তবে কেউ তাঁকে বাধা দেয়নি।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশকে কেন্দ্র করে মোড়ে মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে আছে। নয়াপল্টনের আশপাশের এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন।
সমাবেশে অংশ নেওয়া নেতা-কর্মীদের উজ্জীবিত রাখতে বিএনপি কার্যালয়ের সামনে তৈরি করা মঞ্চে গান পরিবেশন করা হচ্ছে। গান পরিবেশনের ফাঁকে ফাঁকে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতারা বক্তব্য দিচ্ছেন।