প্রাথমিক চিকিৎসা ও শুশ্রূষা শেষে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে প্রায় দুই ঘণ্টা পর্যবেক্ষণে রেখে প্রাথমিক চিকিৎসা দেন।
চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, স্মৃতিসৌধে মানুষের প্রচণ্ড চাপে তিনি (মির্জা ফখরুল ইসলাম) অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা ও শুশ্রূষা শেষে তাঁকে বেলা দুইটার দিকে বাসায় নেওয়া হয়েছে। তিনি এখন বিশ্রামে আছেন।
দলীয় সূত্র জানিয়েছে, সাভার সিএমএইচে বিএনপির মহাসচিবের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্টগুলোর ফলাফল ভালো। চিকিৎসকেরা রিপোর্ট পর্যালোচনা করে তাঁকে বাসায় যাওয়ার অনুমতি দিয়েছেন।
আজ সোমবার সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল ইসলাম অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন।