মাহী বি চৌধুরী

সেমিস্টার বাদ দিয়ে বাবার প্রচারে মেয়ে

মাহী বি চৌধুরী। ছবি ফেসবুক
মাহী বি চৌধুরী। ছবি ফেসবুক

লাল রঙের ফটক পেরোলে তিন তলা সাদা রঙের দালান। বাড়ির উঠানে নানা রকমের গাছ। বাড়ির দেয়ালে ঝুলছে ছবি। গাছে ঝুলছে পোস্টার। এ দৃশ্যই জানান দিচ্ছে, এ বাড়ির ছেলে মাহী বি চৌধুরী সংসদ নির্বাচন করছেন। তাঁর প্রতীক হচ্ছে নৌকা।

মাহীর পক্ষে প্রচারের কাজে নেমেছেন তাঁর স্ত্রী আশফাহ হক, মেয়ে শেরেজাদ বি চৌধুরী এবং ছেলে আরাসতালিশ বি চৌধুরী। তিনজনই যুক্তরাষ্ট্র থেকে গত জুন মাসে দেশে আসেন। মাহী নির্বাচন করবেন তাই আর দেশ ছাড়েননি তাঁরা।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দয়াহাটা মজিদপুর গ্রামে মাহী বি চৌধুরীর বাড়িতে শোভা পাচ্ছে পোস্টার। ছবি: আসাদুজ্জামান

আশফাহ হক বললেন, ‘মেয়ে ওর বাবার জন্য জানপ্রাণ দিয়ে খাটছে। ছেলে আরাসতালিশও তাঁর বাবার নির্বাচনের কাজে সহযোগিতা করছে।’ দুই ভাই-বোন মিলে দলের ইশতেহার প্রণয়নের কাজেও ভূমিকা রেখেছে। বাবার নির্বাচনের জন্য এক সেমিস্টার লেখাপড়া বাতিল করেছেন মেয়ে শেরেজাদ।

মনোনয়ন জমা দেওয়ার সময় গত ২৮ নভেম্বর এই বাড়িতে এসে উঠেছেন আশফাহ হক, শেরেজাদ ও আরাসতালিশ।

আশফাহ হকের কাছে জানতে চাইলাম এখানকার ভোটের পরিবেশ কেমন? তৎক্ষণাৎ উত্তর দিলেন, ‘এখানে ভোটের পরিবেশ অনেক ভালো।’

নৌকা নিয়ে মাহীর পক্ষে চলছে প্রচার। ছবি: আসাদুজ্জামান

মাহীর ছিমছাম সুন্দর গ্রামের নাম দয়াহাটা মজিদপুর। এটি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পড়েছে। মাহীর নির্বাচনী আসন মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর)। তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তাঁর দল বিকল্প ধারা এখন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গী। পেশায় চিকিৎসক বি চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব। তবে রাজনীতির নানান সমীকরণ শেষে বিকল্প ধারার মাহী এখন নৌকার মাঝি।

আশফাহ হক বলছিলেন, মাহী নৌকার প্রার্থী হওয়ায় এলাকার অনেক নেতা গোসা করেন। তাঁদের মান ভাঙাতে চলে গেছে অনেকদিন। এখন সমান তালে করছেন প্রচার।

আশফাহ হকের কাছে জানতে চাইলাম, 'ভোটারদের কী বলে ভোট চাইছেন? '। আশফাহ হক বললেন, 'বাড়ি বাড়ি যাওয়ার পর ভোটাররাই বলছেন, আমাদের মাহীর মার্কা নৌকা। নৌকায় ভোট দেব। আগেরবার ছিল কুলা, তখন কুলায় ভোট দিয়েছে। শ্বশুর যখন ধানের শীষ নিয়ে ভোট করেছেন তখন লোকে ধানের শীষে ভোট দিয়েছে।’

মাহীর প্রধান প্রতিদ্বন্দ্বী শাহ মোয়াজ্জেম হোসেন বিএনপির প্রার্থী। গ্রাফিকস ডিজাইনার আশফাহ হকের আশা, নির্বাচনে মাহীর জয় হবে। মাহী হবেন সাংসদ।