সুরকার ও সংগীত পরিচালক অসুস্থ আলাউদ্দীন আলীকে দেখতে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে অসুস্থ আলাউদ্দীন আলীকে দেখতে মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে যান বিএনপির মহাসচিব। তিনি সেখানে বরেণ্য এ সুরকারের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি আলাউদ্দীন আলীর স্ত্রী ও মেয়ের সঙ্গেও কথা বলেন।
মহাখালীর হাসপাতালটির আইসিইউতে সুরকার আলাউদ্দীন আলী চিকিৎসাধীন।
দুই সপ্তাহ আগে শ্বাসকষ্টের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আলাউদ্দীন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক আলাউদ্দীন আলীর জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জে। সুরকার হিসেবে ৪৪ বছরে তিন শতাধিক চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন তিনি।
আলাউদ্দীন আলীর মেয়ে সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন সবার কাছে তাঁর বাবার জন্য দোয়া চেয়েছেন।
আজ মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন সুরকার মনিরুজ্জামান মনির, কণ্ঠশিল্পী মুনির খান, চিত্রনায়ক হেলাল খান, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।