ফেনীর সোনাগাজীতে জামায়াতের ৯ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনার অভিযোগ আনা হচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার উত্তর চর চান্দিয়া এলাকায় জামায়াতে ইসলামীর নেতা কালিম উল্যাহর বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
একই সময়ে ওই বাড়ি থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কালিম উল্যাহ এম আবদুল্লাহর ভগ্নিপতি।
আটকদের মধ্যে জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি শাহেদা আক্তার রয়েছেন। অন্যরা সবাই জামায়াতের বিভিন্ন এলাকায় দায়িত্বশীল।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রহিম সরকার বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌরসভার উত্তর চর চান্দিয়া এলাকায় জামায়াত নেতা কালিম উল্যাহর বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ সেখান থেকে ৯ জন নারীকে আটক করে।
সোনাগাজী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মাশকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জামায়াত নেতা কালিম উল্যাহর বাড়িতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। আমরা গোপন সূত্রের মাধ্যমে এ সংবাদ পেয়ে যাই। দ্রুত সেখানে অভিযান চালিয়ে জামায়াতের ৯ নারী নেতা–কর্মীকে আটক করা হয়। বৈঠকস্থল থেকে উগ্রবাদী মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ বই, দাওয়াতি কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।’
আটক ৯ নারী নেতা–কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে।
সাংবাদিক নেতা এম আবদুল্লাহ বলেন, তিনি মঙ্গলবার বিকেলে তাঁর ভগ্নিপতি কালিম উল্যাহর বাড়িতে বেড়াতে আসেন।