সিলেট -২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সাংসদ মোকাব্বির খান শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি হয়েছেন। আজ সোমবার দুপুরে তিনি ভর্তি হন।
গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদ আজ প্রথম আলোকে বলেন, 'জাতীয় সংসদ অধিবেশনে আজ মোকাব্বির খানের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু শ্বাসকষ্ট অনুভব করায় তিনি দুপুরে সিএমএইচে ভর্তি হয়েছেন। তাঁর করোনাভাইরাস আছে কিনা তা জানার জন্য নমুনা নেওয়া হয়েছে।'
মোশতাক আহমেদ জানান, মোকাব্বির খান ন্যাম ভবনেই ছিলেন। সেখান থেকেই হাসপাতালে ভর্তি হন।