শহীদ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে লক্ষ্মীপুর জেলা বিএনপির কমিটি ঘোষণা

শহীদ উদ্দীন চৌধুরী
ছবি: সংগৃহীত

অবশেষে শহীদ উদ্দীন চৌধুরীকে (এ্যানি) আহ্বায়ক করে লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করেছে বিএনপি। আজ শুক্রবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটিতে হাসিবুর রহমানকে যুগ্ম আহ্বায়ক ও  মো. সাহাবুদ্দিন সাবুকে সদস্যসচিব করা হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক পদে আছেন। লক্ষ্মীপুর জেলা কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছিল।

২০১০ সালের ২৮ অক্টোবর অনুষ্ঠিত সম্মেলনে আবুল খায়ের ভূঁইয়া সভাপতি ও সাহাবুদ্দিন সাবু সাধারণ সম্পাদক হন। ৯ বছর পর ২০১৯ সালের ১০ এপ্রিল এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর গত প্রায় আড়াই বছর লক্ষ্মীপুরে বিএনপির কমিটি ছিল না।
আহ্বায়ক কমিটির ৩০ সদস্য হলেন আবুল খায়ের ভূঁইয়া (রায়পুর), এ বি এম আশরাফ উদ্দিন নিজান (রামগতি), নাজিম উদ্দিন আহমেদ (রামগঞ্জ), সিরাজুল ইসলাম (লক্ষ্মীপুর সদর পূর্ব), মনিরুল ইসলাম হাওলাদার (রায়পুর), হাফিজুর রহমান (লক্ষ্মীপুর সদর পূর্ব), নিজাম উদ্দিন ভূঁইয়া (লক্ষ্মীপুর পৌর), এ বি এম জিলানি (রায়পুর পৌর), হারুনুর রশীদ ব্যাপারী (লক্ষ্মীপুর পৌর), মাইনউদ্দিন চৌধুরী (লক্ষ্মীপুর সদর পূর্ব), নাজমুল ইসলাম (রায়পুর), সাহেদ আলী (রামগতি পৌর), মাহাবুবুর রহমান (লক্ষ্মীপুর পৌর), নিজাম উদ্দিন (লক্ষ্মীপুর পৌর), আনোয়ার হোসেন (লক্ষ্মীপুর সদর পৌর), জাকির হোসেন মোল্লা (রামগঞ্জ পৌর), ভিপি আবদুর রহিম (রামগঞ্জ), গোলাম কাদের (কমলনগর), জামাল উদ্দিন (রামগতি), নুরুল হুদা চৌধুরী (কমলনগর), আবদুজ জাহের মিজি (রায়পুর পৌর), আল আমিন কমিশনার (রামগতি পৌর), মিয়া আলমগীর (রামগঞ্জ পৌর), আবদুল করিম ভূঁইয়া (লক্ষ্মীপুর সদর পশ্চিম), কামরুজ্জামান সোহেল (লক্ষ্মীপুর সদর পশ্চিম), শেখ মাহবুবুর রহমান (রামগঞ্জ), তোফায়েল আহমেদ (রামগঞ্জ), সাবেরা আনোয়ার (লক্ষ্মীপুর পৌর), হোসনে আরা বাশার (কমলনগর) ও ফারজানা মজুমদার (রামগঞ্জ পৌর)।

সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম লক্ষ্মীপুর জেলা কমিটির অনুমোদন দেওয়ার পর দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠান।

শহীদ উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন পর কমিটি হলো। সামনে আমাদের আন্দোলন, সে লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে সংগঠন গড়ে তুলব। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব।’