আ.লীগের উদ্দেশে জাপার মহাসচিব

যার লাগি করি, সেই বলে চোর

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক
ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে আওয়ামী লীগের এক সংসদ সদস্যের বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন জাপার মহাসচিব মুজিবুল হক। তিনি বলেছেন, ‘যার লাগি করি, সেই যদি বলে চোর, তাহলে কোথায় যাই?’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মুজিবুল হক এ মন্তব্য করেন। তবে আওয়ামী লীগের ওই সংসদ সদস্যের নাম উল্লেখ করেননি তিনি।

এরশাদকে নিয়ে ওই বক্তব্যের বিষয়ে বিরোধী দলের মহাসচিব বলেন, ‘বুধবার সংসদে আওয়ামী লীগের একজন সদস্য বিএনপি সম্পর্কে স্বৈরাচার, খুনি—এসব বলতে গিয়ে এরশাদের নামও নিয়েছেন।’

হতাশা প্রকাশ করে মুজিবুল হক বলেন, ‘যার লাগি করি, সেই যদি বলে চোর, তাহলে কোথায় যাই? আওয়ামী লীগের সাথে এত খাতির করলাম, তিনবার চারবার জোট করলাম, নির্বাচন করলাম, ক্ষমতায় আসলাম, আনলাম, আর সেই আওয়ামী লীগের ভাইয়েরা যদি ওই জিয়াউর রহমানকে, বিএনপিকে গালি দিতে গিয়ে জাতীয় পার্টি, এরশাদকে গালি দেন, তাহলে যাই কোথায়? তাহলে তো নতুন করে চিন্তাভাবনা করতে হবে যে আমরা কী করব? আমরা কোথায় যাব?’

এ সময় সংসদ কক্ষে সরকারি দলের সংসদ সদস্যদের কয়েকজনকে কিছু বলতে দেখা যায়। তাঁদের উদ্দেশে মুজিবুল হক বলেন, ‘কী, ভালো লাগে না? লাগবে। সময় আসতেছে।’