সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন

মোক্তার কথা দিলেন, ফলাফল পর্যন্ত মাঠে থাকবেন

মো. মোক্তার হোসেন
মো. মোক্তার হোসেন

সিরাজগঞ্জ-৬ আসনের (শাহজাদপুর) জাতীয় সংসদ উপনির্বাচনে মো. মোক্তার হোসেনকে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ মঙ্গলবার বিকেলে দলীয় মনোনয়ন চূড়ান্ত করার পর জাপার চেয়ারম্যান জি এম কাদের প্রার্থীকে বলেছেন, নির্বাচনের ফলাফল যা-ই হোক, শেষ পর্যন্ত মাঠে থাকতে হবে।

সম্প্রতি ঢাকা ও কুমিল্লার তিনটি উপনির্বাচনে মনোনয়ন পাওয়ার পর জাপার প্রার্থীরা সরে দাঁড়ান। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা প্রতিদ্বন্দ্বী সরকারি দলের প্রার্থীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে সরে দাঁড়ান।

এ বিষয়ে জানতে চাইলে সন্ধ্যায় মোক্তার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার দ্বারা এগুলো হবে না। আমি এ পর্যন্ত দুবার সংসদে, দুবার উপজেলা পরিষদে নির্বাচন করেছি। চেয়ারম্যানকে বলেছি, রেজাল্ট হওয়া পর্যন্ত মাঠে অপেক্ষায় থাকব।’
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২ নভেম্বর সিরাজগঞ্জ-৬ আসনে উপনির্বাচন হবে। আওয়ামী লীগ দলীয় সাংসদ হাসিবুর রহমানের (স্বপন) মৃত্যুতে আসনটি শূন্য হয়।

এ আসনে মোক্তার হোসেনকে প্রার্থী করল জাপা। বিকেলে জাপার বনানীর কার্যালয়ে সাক্ষাৎকার শেষে দলের চেয়ারম্যান জি এম কাদের মনোনয়ন দেন। মোক্তার হোসেন জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য ও শাহজাদপুর উপজেলার সভাপতি। এ ছাড়া জাতীয় তাঁতি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

জাপার সূত্রে জানা গেছে, মোক্তার হোসেন এর আগে দুবার এ আসনে জাপার প্রার্থী ছিলেন। শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি দুবার প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন।