একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ৮ নভেম্বর ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরী আজ রোববার কমিশনের এক বৈঠক শেষে রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ কথা বলেন।
এই নির্বাচন কমিশনার বলেন, ৪ নভেম্বর তফসিল ঘোষণার চিন্তা কমিশনের ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ৪ নভেম্বরের পরিবর্তে ৮ নভেম্বর তফসিল ঘোষণা করা হচ্ছে।
তফসিলের পর ভোটগ্রহণের জন্য কত দিন সময় রাখা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহাদত হোসেন বলেন, ৪৫ দিনের বা কাছাকাছি সময় রাখা হবে।
এর আগে কমিশনের বৈঠকে তফসিল কবে ঘোষণা হবে তা নিয়ে আলোচনা হয়। সেখানেই ৮ নভেম্বর তফসিল ঘোষণার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
প্রথা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ওই দিন বেতার ও টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আজকের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার, চার কমিশনার, কমিশন সচিব ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিশনের একটি সূত্র জানিয়েছে, বড় দিনের আগেই ভোট হবে। এটা ২৩ ডিসেম্বর হতে পারে।