তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ভোট এলে বিএনপির ভারতবিরোধী বক্তব্য বেড়ে যায়। আবার তারা (বিএনপি) যখন ক্ষমতায় বসে, তখন নতজানু হয়ে থাকে।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ-ভারত মৈত্রী রক্ত দিয়ে লেখা। মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান রক্তের অক্ষরে লেখা। মুক্তিযুদ্ধের সময় ভারতের জনগণ শুধু তাঁদের ঘরের দুয়ার খুলে দেননি, হৃদয়ের দুয়ারও খুলে দিয়েছিলেন। তাঁরা এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের জন্য তাঁরা কলকাতা-দিল্লির রাজপথে সাহায্য তুলেছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকালে পাকিস্তানের কারাগারে বন্দী বঙ্গবন্ধুর মুক্তির পক্ষে বিশ্বজনমত আদায়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছিলেন।
হাছান মাহমুদ বলেন, ‘যারা আমাদের বিপদের সময় শুধু সীমান্ত নয়, মনের দুয়ারও খুলে দিয়েছিল, তাদের সঙ্গে আমরা কাজ করছি শেখ হাসিনার নেতৃত্বে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। ভারত আমাদের প্রয়োজনে পাশে ছিল। আমরাও তাদের প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করছি।’
তথ্যমন্ত্রী বলেন, ‘এখন আমাদের প্রয়োজন সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিনিময়। বিষয়টি নিয়ে সবাইকে কাজ করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলে আলী। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নিমচন্দ্র ভৌমিক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান কচি, পরিষদের উপদেষ্টা মো. সালাউদ্দিন।