স্থানীয় সরকার নির্বাচন

ভোটে থাকবে বিএনপি, প্রতীক নেবে না

দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি

আজ শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান। বিএনপির প্রতীক ‘ধানের শীষ’। অর্থাৎ প্রতীক না নিয়ে দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন যে হচ্ছে, ইউনিয়ন পরিষদের উপনির্বাচন হচ্ছে, এখনো পুরো ইউপি নির্বাচনের সিডিউল আসেনি। এর মধ্যে আমাদের কাছে বিভিন্নভাবে আমাদের নেতা-কর্মীরা জানতে চাচ্ছেন যে, এখানে আমাদের অবস্থান কী হবে? আপনারা জানেন যে, ইতিপূর্বে যখন পার্টির প্রতীক দিয়ে নির্বাচন করার প্রশ্ন এসেছিল, তখনই আমরা এর বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম, পার্টির মার্কা দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করাটা বাংলাদেশের জন্য উপযোগী হবে না এবং এটা বিভিন্ন সমস্যা তৈরি করবে রাজনীতির ক্ষেত্রে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখনো মনে করি, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে মার্কা ব্যবস্থা তুলে নেয়া উচিত। প্রকৃতপক্ষে স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয়দেরকে মার্কা ছাড়াই নির্বাচনের সুযোগ দেয়া উচিত। সেই ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হচ্ছে, বিএনপির যে সমস্ত নেতা–কর্মী বা যাঁরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, তাঁরা যদি কেউ অংশ নিতে চান, তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু মার্কা সে ক্ষেত্রে আমরা বরাদ্দ করব না।’

নয়ন বন্ডকে হত্যা আসল মদদদাতাদের আড়াল করতেই

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রিফাত হত্যার পর যে ঘটনাটি ঘটেছে, সেটা বাংলাদেশের আইন-আদালত ও রাষ্ট্রের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করা হয়েছে। দেখুন, নয়ন বন্ড, প্রধান আসামিকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা মনে করি, নয়ন বন্ডকে হত্যা করা, এর পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে আসল মদদদাতা যারা, তাদের আড়াল করা। তারা যেন আলোচনায় না আসতে পারে, সেজন্য এটা করা হয়েছে। আমরা মনে করি এটা বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি –এটা অবিলম্বে বন্ধ করা উচিত বলে আমরা মনে করি।’

একাদশ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রসঙ্গে

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন জাতীয় সংসদের যে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে, এই ফলাফলের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়ে এই নির্বাচন (একাদশ নির্বাচন) কতটা প্রহসন ছিল। আপনারা দেখেছেন প্রায় ২১৩ কেন্দ্রে শতকরা ১০০ ভাগ ভোট পড়েছে, ১৫০০–এর ওপরে ভোটকেন্দ্রে শতকরা ৯৫-৯৯ ভাগ ভোট পড়েছে, যেটা অসম্ভব ব্যাপার, যেটা বাংলাদেশে সত্যিকার অর্থে অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে সেটা কখনোই সম্ভব নয়।’

তিনি বলেন, ‘ফলাফল প্রকাশের মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেছে এই নির্বাচন কমিশনকে সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ করেছে এবং এই নির্বাচনটাকে প্রহসনে পরিণত করেছে। আমরা এ বিষয়ে তথ্য আরও ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করছি। অল্প দিনে মধ্যে আমরা আপনাদের সামনে আসব।’

পাবনার আদালতে রায়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘২৪ বছর পরে নিম্ন আদালতে যে রায় দেওয়া হয়েছে, এতে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ও কমিটি বিক্ষুব্ধ হয়েছে। সভা মনে করে, শুধু রাজনৈতিক উদ্দেশ্যে এবং পুরোপুরি প্রতিহিংসামূলক রায় হয়েছে এটা। যে ঘটনাটি সংঘটিত হয়েছিল, সেই ঘটনায় গুলির আওয়াজ শোনা গিয়েছিল কিন্তু কেউ হতাহত হয়নি। সেই গুলির আওয়াজ সম্পর্কেও একজন খুব পরিচিত ব্যক্তি ছিলেন যিনি এর আগে বর্তমান প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছিলেন। রেন্টু তার “আমরা ফাঁসি চাই” বইতে বলেছিলেন, এটা একটা সাজানো ব্যাপার ছিল, তৎকালীন আওয়ামী লীগের পরিকল্পনা ছিল।’

বিএনপির নেতা বলেন, ‘এ ধরনের রায় নজিরবিহীন। আমরা মনে করি এই ধরনের রায় শুধু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, প্রতিহিংসাপরায়ণও। এতটুকু ন্যায়বিচারও যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তারা পায়নি। যাদের অভিযুক্ত করা হয়েছে তারা সবাই বিএনপির স্থানীয় বা অঙ্গসংগঠনের লোকজন। আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছি। আমরা এ কথা বলতে চাই পরিষ্কার করে, এ রায়ে যাদের অভিযুক্ত করা হয়েছে, দলের পক্ষ থেকে তাদের সব ধরনের সর্বাত্মকভাবে সহযোগিতা করা হবে।’

গত বুধবার পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে হামলা মামলায়ে ৯ জনের ফাঁসি, ২৫ জনের যাবজ্জীবন ও ১৩ জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

বিকাল ৪টা থেকে ২ ঘণ্টা গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন।