বিদেশিদের কাছে বারবার নালিশ করে দেশ ও জাতিকে খাটো না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, এভাবে নালিশ উপস্থাপন করা মানে হচ্ছে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি দূতাবাস বা রাষ্ট্রগুলোকে হস্তক্ষেপ করতে পারার পথ তৈরি করে দেওয়া। এটি সম্মানজনক নয়।
আজ সোমবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। মেলা হচ্ছে জিমনেসিয়াম মাঠে।
কোনো নালিশ থাকলে তা বাংলাদেশের জনগণ, নির্বাচন কমিশন কিংবা আদালতের কাছে উপস্থাপন করতে পারেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা গতকাল রোববার দেখতে পেলাম বিএনপি বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের কাছে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নালিশ উপস্থাপন করেছে। ভোট দিল বাংলাদেশের মানুষ। ভোট হলো ঢাকা শহরে। যদি কোনো নালিশ থাকে তাহলে তা ঢাকা শহরের ভোটারদের কাছে নালিশ করবে, যদি কোনো নালিশ থাকে তা বাংলাদেশের মানুষের কাছে জানাবে।’
হাছান মাহমুদ বলেন, কথায় কথায় বিদেশিদের কাছে ধরনা দেওয়ার মাধ্যমে দেশ ও জাতিকে অপমান করা হয়। বিএনপি ক্রমাগত যেকোনো বিষয়ে বিদেশিদের কাছে ছুটে যায়। এটি দেশ, জাতি ও ঢাকা শহরের ভোটারদের অপমান করার শামিল। অন্য কিছু নয়।
সন্তানের হাতে স্মার্টফোনের পরিবর্তে বই তুলে দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত রাষ্ট্র গঠনের কথা বলেছেন। আমরা পশ্চিমা বিশ্বের অন্ধ অনুকরণে রাষ্ট্র গড়তে চাই না। আমরা একটা মানবিক রাষ্ট্র গঠন করতে চাই। আমাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ উন্নত রাষ্ট্রের তুলনায় অনেক উন্নত। তা আরও বেশি সমৃদ্ধ করতে চাই। ২০৪১ সালের মধ্যে এমন উন্নত রাষ্ট্র গঠন করতে চাই, যা দেখে অন্যরা অনুকরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেভাবে রাষ্ট্র গঠন করতে চাই।’
এবারের বইমেলায় ঢাকার ১১৮টি ও চট্টগ্রামের ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মুজিব শতবর্ষ উপলক্ষে এবারের মেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি নিবেদন করা হয়েছে।