বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য হলেন দলটিতে সদ্য যোগ দেওয়া সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী ও গোলাম সারোয়ার মিলন। এ ছাড়া মাহী বি চৌধুরীকে প্রেসিডিয়ামে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারার গঠনতন্ত্রের ৪.১৪ ধারা বলে এই সদস্যদের বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মনোনীত করেন। দলটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের প্রেসিডিয়াম আংশিক পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত প্রেসিডিয়ামের সদস্যরা হলেন: দলের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (পদাধিকারবলে), মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান (পদাধিকারবলে), শমসের মবিন চৌধুরী, গোলাম সারেয়ার মিলন, মাহী বি চৌধুরী, আবদুর রউফ মান্নান ও অধ্যাপক আনোয়ারা বেগম।
রোববার বেলা ১১টায় প্রেসিডিয়ামের প্রথম বৈঠক বি চৌধুরীর বারিধারার বাসভবনে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠক শেষে বেলা সাড়ে ১২টায় প্রেস ব্রিফিং করা হবে দলে পক্ষ থেকে।