বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর দল বিএনপি বিভাজনের রাজনীতি করে না। সব সময় ঐক্যের রাজনীতি করে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এখানে সবার মধ্যে একটা ইস্পাতকঠিন ঐক্যের প্রয়োজন। তিনি বলেন, ‘এখানে একেকজনের ধর্ম আলাদা হতে পারে, চিন্তাভাবনা আলাদা হতে পারে। কিন্তু একটা জায়গায় এসে আমরা সবাই বাংলাদেশি।’
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ শুদ্ধানন্দ মহাথেরোর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
শুদ্ধানন্দ মহাথেরো (৮৭) ২০২০ সালের ৩ মার্চ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনা মহামারির কারণে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান হয়নি। দুই বছর পর ধর্মরাজিক বৌদ্ধবিহারে তিন দিনব্যাপী ধর্মীয় আচার অনুষ্ঠান হয়। মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল গ্লাসের ভেতরে রক্ষিত শুদ্ধানন্দ মহাথেরোর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে মির্জা ফখরুল ইসলাম ধর্মরাজিক বৌদ্ধবিহারের মূল প্যান্ডেলে গিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ‘শুদ্ধানন্দ মহাথেরো যেন পরলোকে শান্তিতে থাকেন, এই প্রার্থনা আমরা করি। আমরা প্রার্থনা করব, সৃষ্টিকর্তা যেন আমাদের এই পৃথিবীকে শান্তিময় করে দেন, এই বাংলাদেশকে তিনি যেন শান্তিময় করে দেন। আমরা যেন বাংলাদেশ সত্যিকার অর্থেই একটি কল্যাণমূলক রাষ্ট্র, একটি ভ্রাতৃত্বমূলক–সৌহার্দ্যমূলক রাষ্ট্রে আনন্দের সঙ্গে বাস করতে পারি, প্রেমের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, এই হোক আজকে আমাদের প্রার্থনা।’
বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশ আমার দেশ। আমরা মনে করি যে এখানে যাঁরা বাস করেন, সব মানুষই বাংলাদেশি। এখানে ধর্ম আলাদা, একেকজনের একেকটা ধর্ম হতে পারে, চিন্তাভাবনা আলাদা হতে পারে। কিন্তু একটা জায়গায় এসে আমরা সবাই বাংলাদেশি। এই তত্ত্ব আমাদের দিয়েছেন তাঁর দর্শনের মাধ্যমে, তিনি হচ্ছেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। আমরা প্রত্যাশা করছি, আগামীকাল শুদ্ধানন্দ মহাথেরোর মরদেহ যে দাহ করা হবে, এই পৃথিবী থেকে বিদায় দেওয়া হবে অনুষ্ঠানের মধ্য দিয়ে, তা সফলভাবে সমাপ্ত হবে।’
বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী, সুশীল বড়ুয়া, মহানগর বিএনপির হাবিবুর রশীদ হাবিব, ইউনুস মৃধা প্রমুখ।
বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও শুদ্ধানন্দ মহাথেরো জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদ্যাপন পরিষদের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো বিএনপির প্রতিনিধিদলকে শুভেচ্ছা জানান।