বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার বেলা ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। গত ২৯ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
বিএনপির এই নেতা ফরিদপুর–৩ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মন্ত্রিসভায় ১৯৯১ সালে স্বাস্থ্যমন্ত্রী ও ২০০১ সালে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সাবেক এই মন্ত্রীকে ফরিদপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াব ইউসুফ স্থানীয় বিএনপির নেত্রী। ফরিদপুর সদর পৌরসভার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। কাল এই পৌরসভার ভোট গ্রহণ হবে।