বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এম এ মতিন (৮৭) মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান।
এম এ মতিন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার চার বারের নির্বাচিত সাংসদ ছিলেন। এ ছাড়া সাবেক পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও ছিলেন তিনি।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, আজ সকাল ৯টায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে মারা যান এম এ মতিন। এক সপ্তাহ আগে তিনি নিজ বাসায় ব্রেন স্ট্রোক করলে তাঁকে উত্তরায় একটি হাসপাতালের ভর্তি করা হয়। এম এম মতিন হাসপাতালের সিসিইউতে ছিলেন।
শামসুদ্দিন দিদার জানান, এম এ মতিনকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় নেওয়া হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।