পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার বিদ্যুতের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুট করেছিল। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। তাই উন্নয়নের স্বার্থে দেশের জনগণ এখন বিএনপি নেত্রীর মিষ্টি কথায় কান দেয় না। দিনাজপুরের খানসামা উপজেলায় গতকাল আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।