স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াতের দূষিত রক্তের কারণে দেশে ১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘটনা ঘটেছিল। তাদের দূষিত রক্তের কারণে দেশে হাওয়া ভবন সৃষ্টি হয়েছিল।
নাসিম বলেছেন, সন্ধানীর উচিত তাদের দূষিত রক্ত বিশুদ্ধ করার উদ্যোগ নেওয়া।
আজ শুক্রবার দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধানীর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সন্ধানী কেন্দ্রীয় কমিটির এ আয়োজনে সহযোগিতা করে সংগঠনটির কক্সবাজার মেডিকেল কলেজ শাখা।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুব শিগগির কক্সবাজারে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সন্ধানী মানুষকে রক্ত দিয়ে, চোখ দিয়ে জীবন রক্ষা করে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে নাসিম বলেন, চিকিৎসক হওয়ার পর তাঁরা যেন মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেন।
সন্ধানী কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল মুকিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল, সন্ধানীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও স্বাস্থ্য অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারা।
আজ সকালে স্বাস্থ্যমন্ত্রী উখিয়ায় বাণিজ্যিক প্রতিষ্ঠান নাসা গ্রুপের ‘নিরাপদ মা, নিরাপদ শিশু’ সেবার উদ্বোধন করেন।