বিএনপির উচিত হবে সংসদে যোগ দিয়ে বিরোধী দল হিসেবে সঠিক ভূমিকা রাখা—এমন মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী)। তিনি বলেন, সরকারের ভুলত্রুটি সম্পর্কে সংসদে সাহসী উচ্চারণের মাধ্যমে সঠিক ভূমিকা রাখতে পারে দলটি। এটি ভবিষ্যতে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি চর্চার জন্য অপরিহার্য।
রাজধানীর বিএমএ মিলনায়তনে রোববার বিকেলে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বদরুদ্দোজা চৌধুরী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দল বিকল্পধারা থেকে মেজর (অব.) আবদুল মান্নান ও মাহী বি চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, সঠিকভাবে গণতন্ত্রের চর্চা না হলে, সংসদকে গণতান্ত্রিক চর্চার মূল কেন্দ্র হিসেবে প্রমাণিত করতে না পারলে, সংসদে বিরোধী দল যোগদান না করলে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। তিনি আরও বলেন, দায়িত্বের রাজনীতি করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মও শ্রদ্ধার রাজনীতি দেখতে চায়।
জামায়াতের সঙ্গে কোনো ঐক্য নয়, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের এমন বক্তব্যের বিষয়ে বিকল্পধারার সভাপতি বলেন, ‘বিলম্ব হলেও ঐকমত্য পোষণ করার জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
বিকল্পধারার নেতা-কর্মীদের আগামী উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সংগঠিত হতে আহ্বান জানান বি চৌধুরী।
বিএনপির উদ্দেশে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান বলেন, ‘যখন আমরা বিএনপি ছাড়লাম তখন বলা হলো, বটগাছ থেকে দুইটা পাতা ঝরে গেলে কিছু হয় না। আমি তো আজকে কোনো বটগাছই দেখি না। যে বটগাছ নিয়ে তারা বড়াই করে, তার শিকড়ও কয়দিন পরে থাকবে না। আমরা বিএনপি ছেড়ে ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম।’
নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে বিকল্পধারার নতুন যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেন মাহী বি চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সমশের মবিন চৌধুরী, মাজহারুল হক শাহ চৌধুরী, বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার প্রমুখ বক্তব্য দেন।