বিএনপিকে সংগঠিত করতে হলে জ্যেষ্ঠ নেতাদের বসিয়ে না রেখে দায়িত্ব ভাগ করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। তিনি বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগকে হটাতে হলে আলোচনা সভা করে কিছু হবে না। আলোচনা অনেক হয়েছে। এই সরকারের বিরুদ্ধে ফাইট ছাড়া কোনো বিকল্প নাই।’
আজ সোমবার বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপির বছরব্যাপী আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে শাহজাহান ওমর এসব কথা বলেন। রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত ছিলেন। দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা দর্শকসারিতে ছিলেন।
অনুষ্ঠানে শাহজাহান ওমর পরিকল্পনা করে অভিজ্ঞ নেতাদের মাধ্যমে দলের নেতা-কর্মীদের কঠিনভাবে সংঘবদ্ধ করার পরামর্শ দেন। এ সময় তারেক রহমানের উদ্দেশে তিনি পরিকল্পনা তৈরি করার আহ্বান জানান।
দলের মহাসচিবকে অনুরোধ করে শাহজাহান ওমর বলেন, ‘স্থায়ী কমিটি ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে আমরা যারা আছি, আমাদের দায়িত্ব না দিয়ে বসিয়ে না রেখে বলেন, ইউ ম্যান ইউ টেককেয়ার স্টুডেন্ট উইং, ইউ ম্যান গো ফর যুব উইং। এভাবে দায়িত্ব ভাগ করে দেন। সব কাজ সবাইকে দিয়ে একসঙ্গে হবে না। যাঁদের মনে করেন যোগ্য, তাঁদের সিলেক্ট করেন।’
এরশাদ সরকারের আমলে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, ‘এরশাদের আমলে আমাদের স্টুডেন্ট উইং ড. খন্দকার মোশাররফের নেতৃত্বে খেলা দেখাইছে একটা। এ রকম ড. মোশাররফ সৃষ্টি করেন। দায়িত্ব দেন। মির্জা আব্বাস যুবদল করেছে। তাদের দায়িত্ব দেন। গয়েশ্বরকে নিয়ে যুবদলটাকে আগের মতো সৃষ্টি করে দেন। এমন করতে পারলে অবশ্যই এই সরকারের হাত থেকে রক্ষা পাব।’
তারেক রহমানকে আওয়ামী লীগ হটানোর ডাক দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের বয়স হলেও, চুল সাদা হলেও চেতনা এখনো বৃদ্ধ হয় নাই। আমরা আপনার সাথে আছি।’ তিনি আরও বলেন, ‘এখন হলো এক সংগ্রাম এক ডাক আওয়ামী সরকার নিপাত যাক। আর কোনো স্লোগান নাই। গান নাই। বক্তৃতা নাই।’
শাহজাহান ওমরের ক্ষোভ ঝরানো এমন বক্তব্যে দর্শক সারিতে বসা নেতা-কর্মীদের অনেকে ‘ঠিক ঠিক’ বলে জবাবও দেন।
একই অনুষ্ঠানে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বাঘ বুড়ো হলেও থাবা বুড়ো হয় না। এ কথা মনে রাখবেন।’
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সদস্যসচিব আবদুস সালাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মেয়র (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, শাহজাহান ওমর, বিএনপি জোটের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার।