ধর্ষকদের ফাঁসি দাবি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন, নারীর প্রতি সহিংসতা ভয়ংকর রূপ ধারণ করেছে। তাঁর অভিযোগ, ধর্ষকেরা রাজনৈতিক ছত্রচ্ছায়ায়, তা না হলে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়। সবাই ধর্ষকদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, সর্বোচ্চ শাস্তি হিসেবে ধর্ষকদের ফাঁসি চাচ্ছে।’
আজ বুধবার বিকেলে পল্টনে দলীয় কার্যালয়ে ইসলামী থেকে বেরিয়ে আসা নেতা-কর্মীদের নতুন রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত ধর্ষণ বিরোধী এক নাগরিক সমাবেশে দিলারা চৌধুরী এ দাবি করেন। তিনি কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন। বিকেল পাঁচটায় দলটি একই দাবিতে রাজধানীর পল্টন-বিজয়নগর সড়কে মানববন্ধন করে।
নাগরিক সমাবেশে দিলারা চৌধুরী বলেন, বর্তমান ঘটনাবলি হলো ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা নামক রোগের লক্ষণ, যেখানে একটি কর্তৃত্ববাদী সরকার জেঁকে বসেছে। বাংলাদেশে কোনো আইনের শাসন নেই, কোনো বিচার নেই। বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তাতে ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় দেশব্যাপী ধর্ষণের ঘটনা ঘটছে।
সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে দিলারা চৌধুরী বলেন, ‘এ অবস্থায় আমরা যদি সোচ্চার না হই তাহলে এই সমস্ত ঘটনাবলি ঘটতেই থাকবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে, সুশাসন নিশ্চিত না হলে এটাকে বন্ধ করা যাবে না।’
এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আইনজীবী তাজুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সাংবাদিক ও কলামিস্ট গৌতম দাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা মোজাহেরুল হক, সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মাইমুল আহসান খান, অধ্যাপক আরিফ বিল্লাহ, মানবাধিকারকর্মী আফরোজা ইসলাম, মনোবিজ্ঞানী কমান্ডার (অব.) সাব্বির আহমেদ, চিকিৎসক মেজর (অব.) আবদুল ওহাব। এ সময় এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।