বাংলাদেশে সদ্য নিযুক্ত ভারতের উপহাইকমিশনার বিনয় জর্জ আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী এ সময় উপহাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান এবং এখানে অবস্থানকালে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
হাছান মাহমুদ ও বিনয় জর্জ দুই দেশের মধ্যে যোগাযোগ, চলচ্চিত্র নির্মাণসহ সাংস্কৃতিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত প্রকাশ করেছেন।