ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তাকে তাড়া

ভোটে অনিয়মের পর ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তাকে তাড়া করেন শিক্ষার্থী ও প্রার্থীরা। ছবি: দীপু মালাকার
ভোটে অনিয়মের পর ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তাকে তাড়া করেন শিক্ষার্থী ও প্রার্থীরা। ছবি: দীপু মালাকার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমানকে তাড়া করেছেন শিক্ষার্থী ও প্রার্থীরা। আজ সোমবার দুপুরে শিক্ষার্থী ও প্রার্থীরা রোকেয়া হলের সামনে থেকে তাঁকে তাড়া করতে করতে একেবারে কলাভবনের সামনে অপরাজেয় বাংলা পর্যন্ত নিয়ে আসেন।

ভোটে অনিয়মের পর ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তাকে তাড়া করেন শিক্ষার্থী ও প্রার্থীরা। ছবি: দীপু মালাকার

রোকেয়া হলে ডাকসু নির্বাচনের ভোট স্থগিত হওয়ার পর সেখানে যান এস এম মাহফুজুর রহমান। তখন রোকেয়া হলের সামনেই আগে থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া কয়েকজন প্রার্থী ও সমর্থক অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। তাঁদের সঙ্গে রোকেয়া হলের বেশ কিছু ছাত্রীও যোগ দেন। ওই সময়ই এস এম মাহফুজুর রহমান রোকেয়া হলের সামনে দিয়ে যাচ্ছিলেন। নির্বাচন বর্জনকারী প্রার্থী ও সমর্থকেরা উপাচার্যের বাসভবনের সামনে যাচ্ছিলেন। তখন অধ্যাপক মাহফুজুর রহমানকে তাড়া করেন প্রার্থী ও সমর্থকেরা। এ ঘটনার পর তাঁকে সেখান থেকে অন্য সহকর্মীরা রেজিস্টার ভবনে নিয়ে যান।

আরও পড়ুন: