রাজধানীর নয়াপল্টনে আগামীকাল শনিবার জনসভা করার অনুমতি পেয়েছে বিএনপি। আজ বিকেল পাঁচটার দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কিছু শর্তারোপ করে বিএনপিকে লিখিতভাবে এই জনসভার অনুমতি দেয়।
আজ শুক্রবার সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে জনসভার লিখিত অনুমতি পাওয়ার কথা জানান।
বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে অথবা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি চেয়ে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন জানিয়েছিল।
এ বিষয়ে ২৯ আগস্ট বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন। তখন পুলিশ কমিশনার প্রতিনিধি দলকে মৌখিকভাবে নয়াপল্টনে জনসভা করার অনুমতি দেন বলে রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে জানান।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, শর্ত সাপেক্ষে বিএনপিকে জনসভার অনুমতি দেওয়া হয়েছে।
এ দিকে জনসভা করার অনুমতি পাওয়ার খবর পেয়ে দলটির নেতা-কর্মীরা রাতেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়েছে। রাতেই জনসভার মঞ্চ তৈরি করার প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে চট্টগ্রামে লালদীঘির ময়দানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। এর পরিবর্তে নগরীর নাসিমন ভবন চত্বরে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপি।