মতলব দক্ষিণ

ছাত্রদলের পাল্টা কমিটি গঠন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ও পৌর ছাত্রদলের পাল্টা কমিটি গঠন হয়েছে। গত রোববার জেলা ছাত্রদলের একাংশ কমিটি দুটির অনুমোদন দেয়। গতকাল মঙ্গলবার তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে জানানো হয়। এ কমিটি গঠন করা হয় ৪ অক্টোবর।
এর আগে ৩ অক্টোবর ছাত্রদলের মতলব দক্ষিণের দুটি শাখার আহ্বায়ক কমিটি গঠন করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী। তাতে জিয়াউল মাওলাকে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং সাইদুল ইসলামকে পৌর ছাত্রদলের আহ্বায়ক করা হয়। ফয়সাল গাজী বলেন, আগের কমিটিই বিধিসম্মত। পরে যে পাল্টা কমিটি করা হয়েছে তা অগঠনতান্ত্রিক।
জেলা ছাত্রদল সূত্র জানায়, ৪ অক্টোবর নুরে আলমকে আহ্বায়ক, সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও নাসির মিয়াজীকে সদস্যসচিব করে ৫১ সদস্যের উপজেলা ছাত্রদলের পাল্টা আহ্বায়ক কমিটি গঠন করে জেলা ছাত্রদলের একাংশ। ওই দিনই মাসুদুল ইসলামকে আহ্বায়ক, জিসান প্রধানকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও শাহাদাত হোসেনকে সদস্যসচিব করে মতলব পৌর ছাত্রদলেরও পাল্টা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জেলা ছাত্রদলের চারজন যুগ্ম আহ্বায়কের সই করা ওই কমিটি দুটি রোববার অনুমোদন দেওয়া হয়। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাসানাত বলেন, তাঁদের কমিটিই বৈধ।