চাকরিপ্রার্থীদের কাজ দিতে অথবা বেকার ভাতা দিতে সরকারের কাছে দাবি জানিয়েছ জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ।
জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোট ও বাংলাদেশ ছাত্রলীগের (হা-ন) যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট-অপচয়-ভোগ-বিলাস-অনুৎপাদনশীল খাতে ব্যয় বন্ধ এবং করোনায় কর্মহীন-আয়হীন যুবকদের সামাজিক সুরক্ষার আওতায় আনার দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, করোনার ছোবলে লাখ লাখ মানুষ কাজ হারিয়েছেন, কর্মহীন হয়েছেন। আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষার আওতায় এসব কর্মহীন-আয়হীন মানুষকে নিয়ে আসতে হবে। শিক্ষিত-অশিক্ষিতনির্বিশেষে কর্মক্ষম মানুষের ডিজিটাল ডেটাবেইস তৈরি করে তাঁদের কাজের নিশ্চয়তা অথবা বেকার ভাতা দিতে হবে।
জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামানের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্রলীগের (হা-ন) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফি উদ্দিন মোল্লা, আইনবিষয়ক সম্পাদক মো. সেলিম, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির, সহসভাপতি আমিনুল আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের (হা-ন) কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব, সহসভাপতি আরিফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক গোপাল রাজবংশী প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাব থেকে পল্টন, গুলিস্তানসহ বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।