একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের দুটিতে এবার নতুন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। বাদ পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আজ শুক্রবার সকালে দলের সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি চূড়ান্ত প্রার্থীদের কাছে পাঠানো হয়।
চাঁদপুরের তিনটি আসনে প্রাথমিকভাবে আওয়ামী লীগ একাধিক প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে বর্তমান সাংসদ মহীউদ্দীন খান আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এ আসনে সাবেক এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনকেও প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল।
চাঁদপুর-২ ( মতলব উত্তর ও দক্ষিণ) আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মো.নুরুল আমিনকে। এ আসনে প্রাথমিক মনোনয়ন তালিকায় বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নামও ছিল। চূড়ান্ত তালিকায় তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে নতুন প্রার্থী জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকে। এ আসনে প্রাথমিকভাবে বর্তমান সাংসদ মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকেও মনোনয়ন দেওয়া হয়েছিল। চূড়ান্ত তালিকা থেকে তিনি বাদ পড়েছেন।