জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলীমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে পুরান ঢাকার নয়াবাজারের বাগডাসা লেনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে বংশাল থানা-পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির প্রথম আলোকে বলেন, বংশাল থানায় রাজনৈতিক একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি হিসেবে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী রাজিয়া আলীমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।