খালেদা জিয়ার জন্য প্রস্তুত ফিরোজা

গুলশান–২ নম্বরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ ধুয়েমুছে সাফ করা হয়েছে। আনা হয়েছে ফুলের টব। সকালে চাল–ডাল, কাঁচাবাজারও এসেছে।

গতকাল মঙ্গলবার খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন সরকারের তরফ থেকে এই ঘোষণা আসার পরপরই তাঁর স্বজনেরা প্রস্তুতি নিতে শুরু করেন।

গুলশানে খালেদার বাসভবনে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও পরিবারের লোকজন আছেন। বাইরে অপেক্ষা করছেন শ–খানেক নেতা–কর্মী। বেলা তিনটার দিকে শামীম ইস্কান্দার তাঁর বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসেন। তাঁর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরাও সকালেই বাসায় আসেন।

খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে গত দুই বছর একরকম খালিই পড়ে ছিল ফিরোজা। দুবার তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সন্তানদের নিয়ে থেকে গেছেন।

আরও পড়ুন
মুক্তি পেয়েছেন খালেদা জিয়া