বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচনের প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, ‘খালেদা জিয়া চিরদিন জেলে থাকবেন না। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে ভয় পাচ্ছে, তাই তারা চায় না বিএনপি ভোটে আসুক। খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যে জোয়ার বইছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সে জোয়ারে আওয়ামী লীগ ভেসে যাবে।’
শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির নেতারাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মওদুদ এসব কথা বলেন। উপজেলার মানিকনগর গ্রামে মওদুদের নিজ বাড়িতে এ মতবিনিময় হয়।
মওদুদ আহমদ অভিযোগ করেন, সরকারের লোকজন ৭৩ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাঁদের বিচার হচ্ছে না। অথচ দুই কোটি টাকার মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের জেল দেওয়া হয়েছে। সরকার চায় না বিএনপি নির্বাচনে আসুক, তাই সারা দেশে ৭৮ হাজার মামলা দিয়ে ১১ লাখ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে হয়রানি করা হচ্ছে।
খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, ‘দেশে আইন-আদালত আছে। আমরা আদালতের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার চেষ্টা করছি। আমরা আশা করছি, হাইকোর্টের আদেশ সুপ্রিম কোর্ট বিবেচনা করবেন এবং খালেদা জিয়া মুক্ত হয়ে আরও জনপ্রিয় নেত্রী হবেন।’
বর্তমান নির্বাচন কমিশন প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, ‘এই নির্বাচন কমিশন অদক্ষ, অথর্ব, অযোগ্য। এই নির্বাচন কমিশনের কোনো মেরুদণ্ড নেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে।’
মতবিনিময়ে অন্যদের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সভাপতি আবদুল মতিন, উপজেলা ছাত্রদলের সম্পাদক জাহিদুর রহমান, সিরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।