কুষ্টিয়ায় ইনু

খালেদার গায়ে পোড়া গন্ধ, তারেকের হাতে রক্ত

হাসানুল হক ইনু । ফাইল ছবি
হাসানুল হক ইনু । ফাইল ছবি

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলার রক্তের দাগ তারেকের হাতে এবং পোড়া মানুষের গন্ধ বেগম খালেদা জিয়ার গায়ে। সুতরাং খালেদা, তারেকসহ জঙ্গি, সন্ত্রাসী ও খুনিদের রাজনৈতিক নেতা-কর্মী হিসেবে চালানোর চেষ্টা করবেন না।’

আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
সুষ্ঠু সংসদ নির্বাচন হলে আওয়ামী লীগের মন্ত্রী-সাংসদেরা জিততে পারবেন না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের এমন বক্তব্যের জবাবে ইনু এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘সব চক্রান্ত যুদ্ধাপরাধীদের বের করার চক্রান্ত, অস্বাভাবিক সরকার তৈরির চক্রান্ত, নির্বাচন বানচালের চক্রান্ত। সবকিছু বাদ দিয়ে নির্বাচনের মাঠে আসুন। নির্বাচনে মন্ত্রীরা জিতবেন, না মওদুদরা জিতবেন, সেটা নির্বাচনের মাঠেই প্রমাণিত হবে।’
ইনু বলেন, ‘বাংলাদেশে কোনো রাজনৈতিক মামলা নেই, কোনো রাজনৈতিক বন্দীও নেই। কারাগারে যাঁরা আছেন, তাঁরা মানুষ পোড়ানোর খুনি, জঙ্গি-সন্ত্রাসের খুনি, ২১ আগস্টের খুনি, ’৭৫-এর খুনি, না হলে ’৭১-এর খুনি। সুতরাং নির্বাচনের অজুহাতে খুনিদের রাজনীতিতে পুনর্বাসন করার চক্রান্ত বাদ দিলে আমরা খুশি হব।’